আমির-ওয়াহাবে অলআউট ওয়েস্ট ইন্ডিজ

বল হাতে সেরা ছন্দে ফেরার ইঙ্গিত দিচ্ছেন মোহাম্মদ আমির। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে ২৫ ওভার বোলিং করে নিয়েছেন ৩ উইকেট। আর ওয়াহাব রিয়াজ পকেটে পুরেছেন ৫ উইকেট। পাকিস্তানের এই দুই পেসারের তাণ্ডবে নিজেদের প্রথম ইনিংসে ৩৩৭ রানে অলআউট হয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

এদিকে প্রথমে ইনিংসে পাকিস্তানের করা ২৮১ রানের জবাবে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের শুরুটা ভালো ছিল না। ওয়াহাব রিয়াজ ও আমিরের আঘাতে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। ব্যতিক্রম ছিলেন ক্রেইগ ব্রাফেট। তুলে নিয়েছেন ক্যারিয়ারের পঞ্চম টেস্ট সেঞ্চুরিটাও।

আবার পাকিস্তানি বোলারদের কাছে হার মানেননি ব্রাফেট। তবে তাকে একপ্রান্তে রেখে ক্যারিবীয় বাকি ব্যাটসম্যানরা একে একে সাজঘরে ফিরে গেছেন। ৩১৮ বলে ১১টি চারে ১৪২* রান আসনে ব্রাফেটের ব্যাট থেকে। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৫০ রান করেন রস্টন চেইজ। ৪৭ রান আসে ডরউইচের ব্যাট থেকে।



মন্তব্য চালু নেই