আমিরের মতো নগ্ন হতে চান শাহরুখ!

বলিউডের দুই খান-আমির আর শাহরুখের মধ্যে ঝগড়া সংবাদমাধ্যমের তেমন আলোচনায় আসেনি। তবে বলিউডের এই দুই মহাতারকার মধ্যে ঠাণ্ডাযুদ্ধ চলছেই। আমির খানকে নিয়ে এবার ব্যঙ্গ করলেন শাহরুখ খান।

শাহরুখের আগামী ছবি নিউ ইয়ারের মিউজিক লঞ্চ অনুষ্ঠানে বসেছিল চাঁদের আসর। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় শাহরুখকে আমিরের নগ্ন ছবির বিতর্কিত পোস্টার সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘এবার আমিও বিনা কাপড়ে পোস্টার করার কথা ভাবছি।’

তবে শাহরুখ নগ্ন হচ্ছেন না, আমিরকে এক হাত নিতেই এমন মন্তব্য করেন তিনি। শাহরুখ বলেন, ‘পিকে সিনেমায় আমিরের নগ্নতা আসলে সস্তা প্রচার ছাড়া কিছু নয়।’

রাজকুমার হিরানির ‘পিকে’ চলচ্চিত্রে আমির খানের নগ্ন পোস্টার প্রকাশের পর থেকে দেশজুড়ে শুরু হয় বিতর্ক। এ প্রসঙ্গে আমির বলেছেন, ‘পিকে সিনেমার পোস্টার ঘিরে বিতর্ক অহেতুক। ওই পোস্টারে অশ্লীলতা নেই। সিনেমা দেখলে এর সত্যতা বোঝা যাবে।’

এদিকে হ্যাপি নিউ ইয়ার সিনেমাকে হেরে যাওয়া মানুষদের উদ্দেশে উৎসর্গ করার কথা বলেন শাহরুখ।



মন্তব্য চালু নেই