আমিরি তাণ্ডবে ৬০ রানে ৬ উইকেট নেই অস্ট্রেলিয়ার
পাকিস্তানি বোলাদের দিন। আমিরি তাণ্ডবে ৬০ রানে ৬ উইকেট নেই অস্ট্রেলিয়ার। অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপে ধস নামালো পাকিস্তানের দুর্ষর্ধ বোলাররা।
মোহাম্মদ আমির ও রাহাত আলির বোলিংয়ে শুরুতেই শূন্য রানে আউট হন তিন অসি ক্রিকেটার। এরপর উইকেটশিকারের ধারাবাহিকতা রক্ষা করতে থাকে এই দুই বোলার। ২৫ ওভারে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ৬০ রান।
প্রথম ইনিংসে ২০৮ রান সংগ্রহ করে পাকিস্তান। সর্বশেষ খবরে ৮৯ রানে ৭ উইকেট নেই অস্ট্রেলিয়া একাদশের।
মন্তব্য চালু নেই