আমিরাতকেই পেলেন মাশরাফি-সাকিবরা
সোমবার হংকংয়ের বিপক্ষে ৬৬ রানে জয় পায় আফগানিস্তান। তার পরেও কঠিন সমীকরণের সামনে ছিল তারা। এশিয়া কাপের চূড়ান্ত পর্বে খেলতে হলে ওমানের কাছে হারতে হতো সংযুক্ত আরব আমিরাতের। কিন্তু যুদ্ধবিধ্বস্ত আফগানদের কপাল মন্দ। সেটা আর হলো না। তাদের সর্বনাশ হলো তিন ম্যাচের একটিতে হেরে। খেলা হলো না চূড়ান্ত পর্বে।
অপরদিকে বাছাইপর্বের তিন ম্যাচে টানা জয় তুলে নিয়ে এশিয়া কাপের চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করল আমিরাত। সোমবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওমানকে ৭১ রানে পরাজিত করেছে মধ্যপ্রাচ্যের দেশটি। তাই এশিয়া কাপে বাছাইপর্বে উত্তীর্ণ হয়ে আসা আমিরাতকেই পেলেন মাশরাফি-সাকিবরা। ২৬ ফেব্রুয়ারি মিরপুরে মুখোমুখি হবে বাংলাদেশ-আমিরাত।
মন্তব্য চালু নেই