আমিরকে সতর্ক করলেন সালমান!
পি কে সিনেমা ইতিমধ্যে পোস্টার বিতর্কে জড়ানোর পর ফের উচ্চ টিকেট মূল্যর জন্য অন্য আক্রমণ মুখে। সিনেমাটিতে বিগ বাজেট বিনিয়োগ করা হয়েছে বলে টিকেট হার উচ্চ হয়েছে।
মুব্বাইয়ের বিখ্যাত সিনেমা হল মারাঠা মন্দির এবং মিনি একাধিক হল গুলোতে উচ্চ টিকেট মূল্যের জন্য ’পি কে’ পদর্শনে প্রত্যাখ্যান করেছে।
সালমান খান বলেন, “টিকেট হার সাধারণ মানুষের সাধ্যের মধ্যে করতে হবে, উচ্চ করা উচিত হবে না। সিনেমা, এটি দর্শকদের বিনোদনের জন্য করা উচিত লাভের জন্য করা উচিত হবে না। আমার সিনেমা ‘জয় হো’ দর্শকদের জন্য বিবেচনা করে গড় একটি টিকিটের হার করা হয়েছিল। এখানে আমরা লাভের কথা বেশি চিন্তা করিনি।’
সালমানের একজন ভাল বন্ধু আমির। তাই দু’জন তাদের মাঝে বিভিন্ন উস্যু নিয়ে কথা বলে। একে অপরের ভুল ধরিয়ে দেয়। তাই এবার দর্শকদের বিবেচনায় আনতে আমিরকে সতর্ক করলেন সালমান খান।
মন্তব্য চালু নেই