আমিরকে ধন্যবাদ কিরণের, কিন্তু কেন?‌

প্রথমে খুব রাগ হয়েছিল কিরণ রাওয়ের। মনে হয়েছিল, তাঁর ওপর রীতিমতো ‘‌ফরমান’‌ জারি করেছেন আমির। নিজের ইচ্ছে খাটিয়েছেন। কিন্তু কাজটা শেষ হওয়ার পর আমিরকে ধন্যবাদ না জানিয়ে পারলেন না পরিচালক-স্ত্রী।

ব্লকব্লাস্টার হিট ‘‌দঙ্গল’‌। স্ত্রী, পরিবার নিয়ে বছরের শেষটা কাটিয়েছেন পঞ্চগনির

খামারবাড়িতে। ছুটি শেষ। এবার ফের কাজে নেমে পড়েছেন আমির। টিভি শো ‘‌সত্যমেব জয়তে’–এর‌ নতুন সিজনের কাজে। মহারাষ্ট্রে পানি সমস্যা নিয়ে একটি পর্ব তৈরি হচ্ছে। সেখানেই কিরণকে একটি মারাঠি গান গাওয়ার নির্দেশ দেন আমির। সুর দিয়েছেন অজয়-অতুল।

‘‌অগ্নিপথ’‌ ছবিতে সুর দিয়েছিলেন তাঁরা। আর মিউজিক ভিডিওটি পরিচালনা করছেন নাগরাজ। কিরণ রীতিমতো ঘাবড়ে যান। কিন্তু গানটা গাইতে গিয়ে দারুণ উপভোগ করেন। সেজন্য বরকে ধন্যবাদও জানান। তাতে আমিরের জবাব, ‘‌রোজ সন্ধ্যাবেলা আমি বসে কিরণের গান শুনি। ভাবলাম, সবারই ওঁর গান শুনতে পাওয়া উচিত।’-আজকাল



মন্তব্য চালু নেই