আমিনুল ইসলাম মামুনের ‘পরীর নাম লজ্জাবতী’

একুশে বইমেলা ২০১৫ উপলক্ষে এলো আমিনুল ইসলাম মামুনের আরো একটি শিশুতোষ গল্পগ্রন্থ ‘পরীর নাম লজ্জাবতী’। গ্রন্থটিতে স্থান পেয়েছে বারোটি গল্প। প্রতিটি গল্পের সঙ্গে রয়েছে চমৎকার অলংকরণ। গ্রন্থে অন্তর্ভূক্ত গল্পগুলো দেশের বিভিন্ন জাতীয় পত্রিকায় প্রকাশিত হয়েছিল। প্রতিটি গল্পই শিশুদের আকৃষ্ট করার মতো।

আমিনুল ইসলাম মামুনের ‘পরীর নাম লজ্জাবতী’ গ্রন্থটি প্রকাশ করেছে বাংলাবাজারের সিদ্দিকীয়া পাবলিকেশন্স। মেলার ৩৭৩-৩৭৪ নং স্টলে (সোহরাওয়ার্দী উদ্যানে মেলার পূর্ব সারিতে) ও লিটলম্যাগ চত্বরে তুষারধারা’র স্টলে [স্টল- ২২ (উন্মুক্ত)] বইটি পাওয়া যাচ্ছে।

বইটির প্রচ্ছদ ও অলংকরণ করেছেন শিল্পী মনিরুজ্জামান পলাশ। বোর্ড বাইন্ডিং করা চমৎকার এ গ্রন্থটির মূল্য রাখা হয়েছে ১০০ টাকা মাত্র।

উল্লেখ্য, এ বছরের বইমেলায় আমিনুল ইসলাম মামুনের আরো একটি শিশুতোষ গল্পগ্রন্থ প্রকাশ করেছে প্রকাশনা সংস্থা- তুষারধারা।

ইতোপূর্বে তার প্রকাশিত গ্রন্থগুলো হচ্ছে- দুষ্টু ছেলের দল (ছড়া-২০০৪), কানামাছি (ছড়া-২০০৭), মন ছুঁয়েছে মন (উপন্যাস-২০০৯), শিকল ভাঙার ছড়া (ছড়া-২০১০), এক জীবনের গল্প (উপন্যাস-২০১২), তারা জ্বলে কথা বলে (ছড়া-২০১৪), ভূত দেখেছি কয়েকবার (শিশুতোষ গল্প-২০১৫)।



মন্তব্য চালু নেই