আমার জীবন বদলে দিয়েছে এই বই: কোহলি
ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির উত্থানের পিছনে রয়েছে একটি বই। সোশ্যাল নেটওয়ার্ক সাইটে বিরাট নিজেই এ কথা জানিয়েছেন। বইটি হল পরমহংস যোগানন্দের লেখা ‘দ্য অটোবায়োগ্রাফি অফ আ যোগী’। এই বই পড়েই অনুপ্রাণিত হয়েছেন ভারতের অধিনায়ক। সবাইকে এই বই পড়ার অনুরোধ জানিয়েছেন বিরাট।
সম্প্রতি বিরাটের ছোটবেলার কোচ রাজকুমার শর্মা জানিয়েছেন, অসম্ভব সংযম, পরিশ্রম এবং আত্মত্যাগই সাফল্যের কারণ। যে বিরাট একসময় বাটার চিকেন, রোল এবং অন্যান্য মশলাদার খাবার ছাড়া কিছু খেতেন না, তিনি নিজেকে ফিট রাখার লক্ষ্যে কড়া ডায়েটের মধ্যে আছেন। কোনও পরিস্থিতিতেই ডায়েট চার্টের বাইরে অন্য কোনও খাবার খান না বিরাট।
বিরাট জানালেন, আমার জীবন বদলে দিয়েছে এই বই। আমার সাফল্যের পিছনে এই বইয়েরও ভূমিকা আছে। মাঠে আগ্রাসী মেজাজের বিরাটকে দেখে বোঝার উপায় নেই, তিনি আধ্যাত্মিক বই পড়েন। কিন্তু বাস্তবে সেটাই হয়েছে। যোগানন্দের বই পড়েই সাফল্য পাচ্ছেন বিরাট।
মন্তব্য চালু নেই