আমার ছেলেরা খারাপ কাজ করলে নিজেই শিরশ্ছেদ করবো: শাহরুখ
সাহসি বাবা শাহরুখ। কথা বলেছেন অকপটে। প্রয়োজনে দুই ছেলে আরিয়ান ও আব্রামকে শিরশ্ছেদ করতেও পিছপা হবেন না বলিউডের কিং খান শাহরুখ খান। কথাগুলো ফেমিনা’র সাক্ষাতকারে বলছিলেন শাহরুখ।
বছরের প্রথম সাক্ষাতকারে শাহরুখ তার ব্যাক্তিগত জীবনে অনেক অজানা কথা বলেন। পাশাপাশি ছেলের ও মেয়ের জীবন যাপন নিয়েও কথা বলেন। বলিউডের প্রভাবশালী এ তারকা বলেন, আমি যেমন বাচ্চাদের আদর করি তেমনি কোনো খারাপ কাজ করলে তাদের শাস্তি পেতে হয়।
আমি সবসময় ছেলেদের বুঝাই মেয়েদের কখনো আঘাত দিয়ে কথা বলবে না এবং এমন এমন কোনো কাজ করবে না যেটা একটি মেয়ের শ্লীলতাহানি ঘটে। আর যদি এমন কাজ কখনো তারা করে তাহলে তাদের শিরশ্ছেদ করতে আমি দ্বিতীয়বার ভাববো না।
মন্তব্য চালু নেই