আমলার প্রতি আস্থা রাখার ফল পাচ্ছেন শাহরুখ

এবারের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে(সিপিএল) বলিউড তারকা শাহরুখ খান নিজের দল ত্রিনবাগো নাইট রাইডার্সে(টিকেআর) ভিড়িয়েছেন দক্ষিণ আফ্রিকার হাশিম আমলাকে। আমলা প্রতিটি ম্যাচেই শাহরুখের আস্থার প্রত্যুত্তর দিয়ে যাচ্ছেন। বলা যায় আমলার প্রতি আস্থা রাখার ফল পাচ্ছেন শাহরুখ।

সিপিএলের চলমান আসরে টিকেআরের হয়ে পাঁচটি ম্যাচ খেলে ২৫১ রান সংগ্রহ করেছেন আমলা। এটিই এবারের আসরের সর্বোচ্চ রান। পাঁচ ম্যাচে ১৯০ রান করা আমলারই সতীর্থ কলিন মুনরো রয়েছেন দ্বিতীয় অবস্থানে। ৫ ম্যাচে ১৭৫ রান করা গুয়ানা আমাজন ওয়ারিয়র্সের ক্রিস লিন আছেন তৃতীয় অবস্থানে।

গতকাল চলমান সিপিএলের অপ্রতিরোধ্য ওয়ারিয়র্সকে সাত রানে হারিয়েছে টিকেআর। টিকেআরের এই জয়ের পথে সবেচেয়ে বড় অবদান আমলারই। ৫৪ বলে ৬৪ রান করেছেন আমলা। এছাড়াও কলিন মুনরোর ১৮, উমর আকমলের ২৩ ও ডোয়াইন ব্রাভোর ২৫ রানের সুবাদে ১৫১ রানের একটি চ্যালেঞ্জিং স্কোর গড়ে টিকেআর।

টিকেআরের এই লক্ষ্য অতিক্রম করতে গিয়ে ২০ ওভারে নয় উইকেট হারিয়ে ১৪৪ রান সংগ্রহ করতে পারে ওয়ারিয়র্স।



মন্তব্য চালু নেই