আব্বাস-মাস্তানের ছবি দেখতে হলে দর্শক মাত্র একজন!
দুই যুগের বেশি সময় ধরে বলিউডে দাপিয়ে বেড়িয়েছেন নির্মাতা জুটি আব্বাস-মাস্তান। ‘বাজিগর’, ‘বাদশা’, ‘রেস’, ‘হামরাজ’, ‘অ্যাতরাজ’, ‘আজনবি’ বক্স অফিস মাতানো ছবিগুলো তাদের হাতেই তৈরি। তাদের হাত ধরেই উঠে এসেছেন শাহরুখ, অক্ষয়ের মতো তারকারা।
কিন্তু ঘরের ছেলেকে নায়ক বানিয়ে এবার ধরা খেয়েছেন তারা। আব্বাস-মাস্তান জুটির সর্বশেষ ছবি ‘ম্যাশিন’। এতে নায়কের ভূমিকায় অভিনয় করেছেন আব্বাসের ছেলে মোস্তফা। কিন্তু এই ছবিই এবার বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। ব্যবসায়িকভাবে এটা কতটা ব্যর্থ হয়েছে তা বোঝাতে একটা ঘটনার কথা উল্লেখই যথেষ্ট।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, মুম্বাইয়ের জুহু পিভিআর-এর মতো সিনেমা হল শো বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। হল কর্তৃপক্ষ জানিয়েছে, মাত্র এক জন দর্শক এই সিনেমা দেখতে এসেছিলেন। তাই বিকেলের শো পুরো বন্ধ রাখা হয়।
মন্তব্য চালু নেই