আব্দুল লতিফ সিদ্দিকীর বিষয়ে কথা বলতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন কাদের সিদ্দিকী
বর্তমান সময়ের আলোচিত ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর বিষয়ে কথা বলতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী। জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে শনিবার সকাল সাড়ে ১১টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
লতিফ সিদ্দিকী হজ, তাবলিগ ও প্রধানমন্ত্রী পুত্র সজীব ওয়াজেদ জয়কে নিয়ে সম্প্রতি যে মন্তব্য করেছেন সে বিষয়ে কৃষক শ্রমিক জনতা লীগের অবস্থান পরিষ্কার করতেই এ সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। এছাড়া টাঙ্গাইলের সিদ্দিকী পরিবারের বড় ছেলে লতিফ সিদ্দিকীর ধর্ম নিয়ে মন্তব্যের বিষয়ে পরিবারের অবস্থানও তুলে ধরবেন ছোটভাই কাদের সিদ্দিকী।
সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ইকবাল সিদ্দিকী। সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এদিকে আওয়ামী লীগ থেকে দলটির প্রেসিডিয়াম সদস্য আব্দুল লতিফ সিদ্দিকীকে অব্যাহতি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী ১২ অক্টোবর গণভবনে দলটির নির্বাহী কমিটির জরুরি সভা ডেকেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। ওই বৈঠকে লতিফ সিদ্দিকীকে দল থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত আসতে পারে।
মন্তব্য চালু নেই