আবেগে কেঁদে ফেললেন নায়লা

হাস্যোজ্জ্বল নায়লার চোখে পানি! ভাবা যায়? যে নায়লা সবাইকে মাতিয়ে রাখেন হাসি আনন্দে, ভক্তদের সাথে সেলফি ডে উদযাপন করে মুহূর্তগুলোকে ক্যামেরার ফ্রেম বন্দি করেন, সে নায়লাই আজ কাঁদছেন!

গতকাল ১৬ অক্টোবর মুক্তি পাওয়া রান আউট মুভিটি দেখে আবেগে নিজেকে ধরে রাখতে পারলেন না নায়লা নাঈম।

এ ছবির একটি চরিত্রে তিনি নিজেও অভিনয় করেছেন। ছবিটির শেষ দৃশ্য দেখে কেঁদে ফেলেন নায়লা। আর এ কথাটি ভক্তদের সাথে শেয়ার করতেও ভোলেননি।

naila run out_87250_1
ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন- ‘মাঝে মাঝে যখন বড়দের কাছে গল্প শুনতাম, এক সময় তাঁরা নাকি মুভি দেখে কেঁদে ফেলত! তখন নিজের কাছেই গল্পগুলো কৌতুক মনে হতো। মুভি দেখে কেউ আবার কাঁদে নাকি! গতকাল আমার প্রথম মুভি রানআউট মুক্তি পাবার পর বেশ হাস্যোজ্জ্বলভাবে মুভিটি দেখতে যাই। কিন্তু মুভির শেষ দৃশ্যে আমার নিজের চোখই ভিজে গিয়েছিলো, আমি কেঁদে ফেলেছিলাম। অনেক মৌলিক গল্পের একটি মুভি রানআউট।

এই মুভিটি সবার সিনেমা হলে গিয়ে দেখা উচিত বলে তিনি জানান। না দেখলে তো নায়লাকে দেখাও মিস হবে ভক্তদের।



মন্তব্য চালু নেই