আবিষ্কার হল মোবাইল সিকিউরিটির নতুন টেকনোলজি

প্রতিদিন কিছু না কিছু অত্যাধুনিক ফোন সিকিউরিটি ব্যবস্থা নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছে বিজ্ঞানীরা। অনেক পরীক্ষা নিরীক্ষার পর নতুন এক টেকনোলজিতে সাফল্য পেয়েছে। সবুজ সংকেত মিললেই এই তথ্যপ্রযুক্তি হাতে আসবে। ইজরায়েলের একটি বিশ্ববিদ্যালয়ে চলছে এই অত্যাধুনিক প্রযুক্তির গবেষণা।

মূলত ডিপার্টমেন্ট অব সফটওয়্যার অ্যান্ড ইনফর্মেশন সিস্টেম ইঞ্জিনিয়ারিং-এর তত্ত্বাবধানে তিন অধ্যাপক মিলে এই গবেষণা চালাচ্ছেন।

তাদের গবেষণায় মোবাইল ফোনের সিকিউরিটিতে ‘টাচ’-কে সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। একজন স্মার্টফোন ইউজারের আঙুলের ৩৫টি টাচ তার ব্যবহৃত মোবাইলের প্রযুক্তি আগে থেকেই ইনস্টল থাকবে, যার ফলে মোবাইল ফোন চুরি হলেও কোনো ভাবেই সেই মোবাইল থেকে কোনো প্রকার ইনফরমেশন চোর চুরি করতে পারবে না। মোবাইল ইউজারের টাচেই একমাত্র খোলা যাবে মোবাইল। টাচ ম্যাচ না করলে মোবাইল থেকেই ১৪ সেকেন্ডের মধ্যেই ম্যাসেজ যাবে মোবাইলের আসল ইউজারের মেলে।

In case you were writing an essay on a popular book or film, then you’d need to avoid writing on subjects you have

There are a whole lot of sites which are being sold on the

If it comes to using a template for term papers, you have the choice of buying https://www.affordable-papers.net/ or downloading a summary template.

internet and it is always better to do a research on the various search engines and discover the website that appears very promising.

not written about earlier.



মন্তব্য চালু নেই