‘আবার চু্ম্বনদৃশ্যে অভিনয় করব, যদি…’

সাম্প্রতিক বাংলা ছবি ‘‘বলিউড ডায়েরি’’-তে তিনি এক যৌনকর্মীর ভূমিকায় অভিনয় করছেন। যেখানে সে বলিউডে সাফল্যের স্বপ্ন দেখে। এই সপ্তাতেই মুক্তি পেতে চলেছে তার এই ছবি। সেই ছবি, সেই চরিত্র আর তার চাইতেও বেশি কিছু নিয়ে ভারতীয় একটি গণমাধ্যমের সাথে খোলামেলা কথা বলেন রাইমা সেন।

এই ছবিতে যৌনকর্মীর ভূমিকায় অভিনয় করলেও এতে আপনি কোনও যৌনদৃশ্য বা চুম্বনদৃশ্যে অ্যাপিয়ার করেননি। এটা কেন? ২০১২-এ একটি ছবিতে চুম্বনদৃশ্যে অভিনয় নিয়ে আপনার প্রয়াত দিদিমা আর বাবা-মা আপত্তি করেছিলেন। সেটাই কি কারণ?

উত্তরে রাইমা জানান, ‘বাইশে শ্রাবণ’ আর ‘মির্চ’ ছবি দু’টি ওঁরা দেখেছিলেন। ওতে চুম্বনদৃশ্য ছিল। ওঁরা জিগ্যেস করেন— ‘এমন দৃশ্য করাটা কি জরুরি?’ তাঁদের সময় থেকে এখন— পরিস্থিতি যে আমূল বদলে গিয়েছে, তা তাঁরা বুঝতে পারেননি। প্রজন্ম-ব্যবধানে বহু কিছুই বদলায়। কিন্তু কী আর করা যায়! ওঁরা আমার প্রিয়জন…। তবে, চিত্রনাট্য যদি দাবি করে, তখন তা করতেই হবে। চিত্রনাট্য চাইলে আবার চুম্বনদৃশ্যে অভিনয় করব।



মন্তব্য চালু নেই