আবার কলকাতা, আবার রহস্য
বিদ্যা বালনের সামনে এখন একজোড়া চ্যালেঞ্জিং রোল। এক নম্বরে রয়েছে সৃজিত মুখোপাধ্যায়ের বাংলা ছবি ‘রাজকিহিনি’-র হিন্দি রূপান্তরণে বেগম জান-এর ভূমিকা। আর দুইয়ে এককালের সাড়া জাগানো মালয়ালি লেখিকা কমলা দাসের বায়োপিক-এ নাম ভূমিকা।
দুটোই যে রোমাঞ্চকর, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু এর বাইরে কী ভাবছেন সাঁইত্রিশের সুন্দরী? এই দুই ছবির আগেই তিনি সময় দিচ্ছেন তাঁর কেরিয়ারের অন্যতম বাঁক ‘কহানি’-র সিকোয়েলকে। ৯০ দিনের এক শিডিউলে কলাকতায় আসছেন বিদ্যা বালন থুড়ি বিদ্যা বাগচি। পরিচালক অবশ্যই সুজয় ঘোষ।
সেই বিসর্জনের দৃশ্যে কলকাতার বাতাসে মিশে গিয়েছিলেন রহস্যময়ী বিদ্য বাগচি। তার পরে ক্রমেই বেড়েছে জল্পনার জাল। অবশেষে সিগন্যাল দিলেন অভিনেত্রী নিজেই। আবার কলকাতা। আবার রহস্য। রিলিজ সম্ভবত ২০১৭-এর মার্চ।
মন্তব্য চালু নেই