আবারো শুরু হচ্ছে শাকিবের মনের ঠিকানা

শাকিব খান অভিনীত ‘মনের ঠিকানা’ সিনেমার শুটিং আবারো শুরু হতে যাচ্ছে। সিনেমাতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন অপু। কাশেম আলী দুলালের চিত্রনাট্যে ছবিটির পরিচালনা করছেন নজরুল ইসলাম খান। এতে অন্যান্য চরিত্রে অভিনয় করছেন আলীরাজ, উজ্জ্বল, দিতি, মিশা সওদাগর, ড.এজাজ, হাবিব খান প্রমুখ।

এবছরের প্রথমদিকে শুটিং শুরু হলেও শাকিব খানের সিডিউল এবং পরিচালক ‘রানাপ্লাজা’র শুটিং নিয়ে ব্যস্ত থাকায় দুই থেকে তিন মাস বন্ধ ছিল সিনেমাটির শুটিংয়ের কাজ।

পরিচালক নজরুল ইসলাম বাংলানিউজকে জানান, ‘এ মাসেই আবার শুরু করবো মনের ঠিকানার শুটিং। আশা করছি কোরবানির ঈদে দর্শককে উপহার দিতে পারব সিনেমাটি।’

প্রসঙ্গত, বর্তমানে শাকিব খান ব্যস্ত আছেন তার প্রযোজিত এবং অভিনীত ‘হিরো দ্য সুপার স্টার’ সিনেমার শুটিং নিয়ে।



মন্তব্য চালু নেই