আবারো বিপদের মুখে টম ক্রুজ

টম ক্রুজ আর বিপদ এই দুটি শব্দের অর্থ যেন একই। কারণ যেখানেই টম ক্রুজ সেখানেই বিপদ। এক বারের জন্য যেন পিছ ছাড়ছে না দুজন দুজনার।

শুক্রবার রাতে টম ক্রুজের ‘জ্যাক রিচার’ ছবির সিকুয়েল ‘জ্যাক রিচার: নেভার গো ব্যাক’-এর শুটিংয়ের সময় অগ্নিকাণ্ড ঘটে। অবশ্য, টম ক্রুজসহ শুটিংয়ে উপস্থিত সবাই নিরাপদেই আছেন। এ অগ্নিকাণ্ডে এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

শুটিংয়ের পোশাকবাহী গাড়ি এবং শুটিং স্পটের বিভিন্ন সরঞ্জামে আগুন ধরে যায় বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন এক প্রত্যক্ষদর্শী।

সূত্রের খবরে, যখন আগুন ধরে যায় সে সময় ঘটনাস্থল থেকে মাত্র কয়েক গজ দূরে ছিলেন ৫৩ বছর বয়সী এই অভিনেতা। এই অগ্নিকাণ্ডের খবর জানানো হলে দমকলকর্মীরা (ফায়ার ফাইটার) দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এর আগে সেপ্টেম্বর মাসে ক্রুজের একটি ছবির শুটিংয়ের সময় মারাত্মক বিমান দুর্ঘটনায় বিমান চালকসহ প্রাণ হারিয়েছিলেন দুজন।



মন্তব্য চালু নেই