আবারো ফিরছেন সেই তিন্নি
এক সময়ের সারা জাগানো মডেল ও অভিনেত্রী শ্রাবস্তী দত্ত তিন্নি। দীর্ঘদিন মিডিয়াপাড়ায় কোনো খোঁজ নেই তার। ক্যারিয়ারের শুরু থেকেই দর্শকদের নজরে আসেন তিনি। এরপর প্রায় অনেকটা সময় নিয়মিত কাজের মধ্য দিয়ে জনপ্রিয় হয়ে উঠেন এই অভিনেত্রী। মাঝে বড়পর্দাতেও একটি ছবি মুক্তি পায় তার। এরপর অভিনেতা আদনান ফারুক হিল্লোলের সাথে বিয়ে, তারপর বিচ্ছেদ নিয়ে আলোচিত হয়ে ওঠেন তিনি।
এরপর তিন্নি সব কিছুকে হঠাৎ করেই বিদায় জানিয়ে অনেকটা নিখোঁজের মতোই আছেন। তবে আবারও কাজে ফেরার সুর পাওয়া গেল তার কথায়।
তিনি বলেন, ‘আবারও কাজে ফিরবো। অনেকদিন এমন পরিকল্পনা করছি। কিন্তু যেহেতু মাঝে বড় একটা বিরতি, তাই ভালো কোনো কাজের অপেক্ষায় আছি বলে জানান তিনি।’
মন্তব্য চালু নেই