আবারো দুঙ্গার হাতে ব্রাজিল

আবারো দুঙ্গাকে কোচের আসনে বসালো ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। মঙ্গলবার ব্রাজিলের নতুন কোচ হিসেবে দুঙ্গাকে নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে সিবিএফ। ৫০ বছর বয়সী দুঙ্গা লুই ফিলিপে স্কলারির স্থলাভিষিক্ত হবেন।

১৯৯৪ বিশ্বকাপ জয়ী অধিনায়ক দুঙ্গা এর আগেও একবার ব্রাজিলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১০ সালে তার অধীনেই দক্ষিণ আফ্রিকায় শিরোপা স্বপ্নে ছুটে গেছিল সেলেসাওরা। কিন্তু সেবার নেদার‍ল্যান্ডসের কাছে হেরেই শিরোপা স্বপ্ন শেষ হয়ে যায় তাদের। এর পরপরই বিশ্বকাপ ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করছিলেন দুঙ্গা।

এর আগে জার্মানির কাছে সেমিফাইনালে ৭-১ গোলের হার এবং তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে নেদারল্যান্ডসের কাছে ৩-০ গোলের হারের ব্যর্থতা মাথায় নিয়ে পদত্যাগ করেন স্কলারি। ২০০২ সালে সেলেসাওদের পঞ্চম শিরোপা এনে দেয়া স্কলারির শেষটা সুখের হয়নি। দেখা যাক দুঙ্গার ক্ষেত্রে কি ঘটে। অবশ্য রেকর্ড তার পক্ষেই আছে। তার অধীনে ৬০ ম্যাচের ৪২ টিতে জয় আর ১২টিতে ড্র করেছে সেলেসাওরা, মাত্র ৬টিতে পরাজয়। এছাড়া ২০০৯ সালে কনফেডারেশন কাপেও তার অধীনেই জয় পেয়েছিল ব্রাজিল।



মন্তব্য চালু নেই