আবারো ক্ষমতায় আসবে বিএনপি : রিজভী

বেগম খালেদা জিয়ার নেতৃত্বে জনগণের ভোটে আবারো রাষ্ট্রীয় ক্ষমতায় বিএনপি আসবে বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

শুক্রবার সন্ধ্যায় পবিত্র মাহে রমজানের ১১তম দিন সুপ্রিমকোর্ট এলাকায় অবস্থিত অলিম্পিয়া প্যালেস রেস্টুরেন্টে ইফতার মাহফিল-পূর্ব এক সংক্ষিপ্ত বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

জিয়া পরিবারেরের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র প্রতিবাদে এ অনুষ্ঠানের আয়োজন করে রাজশাহী ইউনিভার্সিটি ন্যাশনালিস্ট এক্স স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (রুনেসা)।

রিজভী বলেন, বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া দল। দলটি তিনবার রাষ্ট্রীয় ক্ষমতায় গেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে জনগণের ভোটে আবারো রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে বিএনপি। সুতরাং নেতাকর্মীদের হতাশ হওয়ার কিছু নেই।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বিএনপি প্রতিষ্ঠার পর থেকে বর্তমানে সবচেয়ে কঠিন সময় পার করছে দলটি। সরকার বিরোধী বিগত দু’টি আন্দোলন ব্যর্থ হওয়ায় নেতাকর্মীরা হতাশ হয়ে পড়েছেন। কাউন্সিলের মধ্য দিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও প্রায় তিন মাসেও পূর্ণাঙ্গ কমিটি ঘোষিত না হওয়ায় আবারো হতাশ নেতাকর্মীরা।

অন্যদিকে, বিএনপি সংগঠিত হয়ে যাতে ঘুরে দাঁড়াতে না পারে সেজন্য নেতাকর্মীদের বিরুদ্ধে হাজার হাজার মামলা দেয়া হচ্ছে বলে অভিযোগ দলটির। বলতে গেলে, মামলা-হামলায় জর্জরিত তারা।

এছাড়া বর্তমান সরকারকে ‘অবৈধ ও ভোটারবিহীন’ বললেও এর স্বপক্ষে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন সেভাবে আদায় করতে পারেনি বিএনপি। ২০১৪ সালের ৫ জানুয়ারির দশম জাতীয় সংসদ নির্বাচন বিএনপি বর্জন করলেও ওই নির্বাচনের মধ্য দিয়ে গঠিত আওয়ামী লীগের নেতৃত্বাধীন বর্তমান সরকারকে স্বীকৃতি দিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়।

বিএনপি বিভিন্ন সভা-সেমিনারে বারবার বলে আসছে-বাংলাদেশের জনগণ নয়, পার্শ্ববর্তী ভারতের সমর্থনেই এই সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে এবং টিকেও রয়েছে। কিন্তু ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে এখন পর্যন্ত তেমন সফল হতে পারেনি বিএনপি। এমন প্রেক্ষাপটে বিএনপির ঘুরে দাঁড়ানো মোটেই সহজ নয় বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

রুনেসা সভাপতি অধ্যক্ষ বাহাউদ্দিন বাহারের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন-বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, হারুন-অর রশিদ, আয়োজক সংগঠনের সিনিয়র সহ-সভাপতি নুরুজ্জামান তপন প্রমুখ।



মন্তব্য চালু নেই