আবারো উত্তেজক রুপে লাস্যময়ী সানি (ভিডিও)
সানি লিওনের আগামী সিনেমা ‘এক পহেলি লীলা’-র গান ‘দেশি লুক’ রিলিজ করল। সানির উত্তেজক রূপই তাঁকে জনপ্রিয়তা দিয়েছে। আর এই গানের দৃশ্যে ভক্তদের খুশি করার সব মশলাই মজুত।
কিছুদিন আগেই সিনেমার ট্রেলর লঞ্চ হয়েছে। তা দেখে বোঝা যাচ্ছে পুনর্জন্ম ঘিরে সিনেমার কাহিনী আবর্তিত। সানিকে একাধিক ভূমিকায় দেখা যাবে।
সিনেমায় সানির গ্ল্যামার, সৌন্দর্য ও লাস্যের দুরন্ত মিশেল দেখা গিয়েছে।সিনেমার পরিচালক ববি খান। জয় ভানুশালী ও রজণীশ দুগ্গলের মতো তারকা সিনেমায় অভিনয় করেছেন।
সিনেমার একটি ডায়লগে সানি বলেছেন, সাকসেস কা শর্টকাট হ্যায় শর্টস্কার্ট। ১০ এপ্রিল সিনেমাটি মুক্তি পাবে।
মন্তব্য চালু নেই