আবারও স্মৃতিকাতর হয়ে পড়েছেন প্রিয়াঙ্কা.. কিন্তু কেনো?

বলিউড তারকা প্রিয়াঙ্কার যেন দ্বিতীয় বাসস্থান হলিউড। অনেক দিন ধরেই হলিউড আর বলিউড দুই-ই ঘুরছেন তিনি। নিজ বাসভূমি থেকে দূরে থাকতে পারেন না বেশিদিন।

ছুটি পেলেই ফিরে আসেন ভারতে। আবার মার্কিন মুল্লুকে ফেরেন কিছু দিন সময় কাটানোর পর। তবে এবার স্মৃতিকাতর হয়ে পড়েছেন তিনি।

আনন্দবাজার পত্রিকা বলছে, কাজের সূত্রে আপাতত তিনি হলি টাউনের বাসিন্দা। কিন্তু ক্রিসমাস ইভে বাড়ি এসেছেন। ভারতেই কাটালেন নতুন বছরের শুরুটাও। তবে এ বার ছুটি শেষ। ফিরতে হবে। তাই মন খারাপ প্রিয়াঙ্কা চোপড়ার।

চলতি সপ্তাহেই মার্কিন মুলুকে পাড়ি দিচ্ছেন প্রিয়াঙ্কা। রয়েছে ‘কোয়ান্টিকো’র শুটিং। সঙ্গে চলবে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড ২০১৭-এর প্রস্তুতি। সেখানে তিনি এ বার প্রেজেন্টারের ভূমিকায়।

কিন্তু এখনও হলিডের হ্যাংওভার কাটাতে পারছেন না নায়িকা। টুইটারে তিনি লিখেছেন, ‘জানুয়ারি অনেকটা মাসের সোমবারের মতো।’

ভারতে এসে যেমন ‘কফি উইথ করণ’-এ অংশ নিয়েছিলেন তেমনই শাহরুখের সঙ্গে অভিনয় করারও আশ্বাস দিয়েছিলেন। তবে পাখির চোখ এখন ‘কোয়ান্টিকো’ বা ‘বেওয়াচ’-এর মতো হলিউডি প্রজেক্ট। কারণ আন্তর্জাতিক মঞ্চে প্রতিষ্ঠা পাওয়ার লক্ষে এগুলোই তো তার তুরুপের তাস।



মন্তব্য চালু নেই