আবারও সোহাগ গাজীর বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ

সোহাগ গাজীর বোলিং অ্যাকশন এর আগেও প্রশ্নবিদ্ধ হয়েছিল। বোলিং অ্যাকশন শুধরে নিয়ে ২০১৫ সালের ফেব্রুয়ারিতে পুনরায় বোলিংয়ের অনুমতি পান তিনি।
তবে, বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আবারও তার বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ করছেন ম্যাচ অফিসিয়ালরা।
বিসিবি থেকে জানা গেছে, দুই স্পিনারের আর্ম ডেলিভারি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন আম্পায়াররা। একজন হলেন আরাফাত সানি। অপরজন রংপুর রাইডার্সে তারই সতীর্থ ডান হাতি অফস্পিনার সোহাগ গাজী।
তবে, চলতি বিপিএলে ১০ উইকেট পাওয়া সোহাগ গাজীর এখন বোলিং চালিয়ে যেতে কোনো সমস্যা নেই। বিপিএল শেষ হওয়ার পর বোলিং পর্যবেক্ষণ কমিটির সদস্যরা তার বোলিং মূল্যায়ণ করবেন।

































মন্তব্য চালু নেই