আবারও সালমানকে ধোঁকা দিলেন দীপিকা!

সালমান ও দীপিকাকে একত্রে দেখার জন্য অধীর আগ্রহে বসে ছিলেন ভক্তরা। কিন্তু সবকিছুতে জলাঞ্জলি দিয়ে দিলেন দীপিকা।

প্রথমবারের মত কবির খানের সিনেমায় সালমান-দীপিকা জুটি দেখার অপেক্ষায় ছিলেন জনতা। কিন্তু সেই ছবির গল্প শুনে সালমান রাজি হলেও দীপিকা মানা করে দেন। এই সিনেমায় তিনি আর অভিনয় করছেন না। তাই এই জুটিকে একসাথে দেখার জন্য ভক্তদের আরও দীর্ঘ অপেক্ষা করতে হবে।

ইতোপূর্বে জানা যায়, সালমানের সাথে সিনেমায় অভিনয় করার পূর্বে দীপিকা কবির খানকে শর্ত জুরে দিয়েছিলেন। তিনি বলেছিলেন সিনেমায় নায়িকার রোল কম হলে এবং একটি আদর্শ চরিত্র না হলে তিনি করবেন না। সেই কারণে তিনি এই চলচ্চিত্র থেকে সরে গেছেন।

তবে বিশ্বস্ত এক সুত্র জানায়, এই সিনেমায় সালমানের বিপরীতে নতুন কাউকে দেখা যেতে পারে। পরিচালক চীনা নায়িকা নিতে চাইছেন। কারণ সিনেমার শুটিং হবে পাকিস্তান ও চায়নার বর্ডারে। নায়িকা হবে চায়নার নাগরিক। তাই নতুন নায়িকা অনুসন্ধান করছেন পরিচালক।



মন্তব্য চালু নেই