আবারও রাবি শিক্ষককে হত্যার হুমকি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এএফএম রেজাউল করিম সিদ্দিকী হত্যার রেশ কাটতে না কাটতেই আবারও এক শিক্ষককে হত্যার হুমকি দেওয়া হয়েছে।
এ ঘটনায় নগরীর মতিহার থানায় নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি করেছে ওই শিক্ষক।
হুমকির শিকার মাহবুব আলম প্রদীপ বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক।
রোববার বেলা পৌন ৩টায় ওই শিক্ষকের ব্যক্তিগত মুঠোফোনে কল দিয়ে এ হুমকি দেওয়া হয়েছে বলে জানান ওই শিক্ষক।
মাহবুব আলম প্রদীপ বলেন, ‘অজ্ঞাতনামা +৮১৭৭৪৭৯ নম্বরটি থেকে আমার মুঠোফোনে কল হ্যালো বললে ফোনের ওপাশ থেকে বলা হয়, ‘তোর জীবন শেষ, অনেক বেড়ে গেছিস, ওয়েট কর।’ এরপর কে বলছেন জানতে চাইলে আবারও একই কথা বলে। এরপর আর কোনো কথা না বলে ৪৫ সেকেন্ড পর ফোন কেটে দেয়।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মজিবুল হক আজাদ খান বলেন, ‘আমি ওই শিক্ষককে থানায় জিডি করতে বলেছি। পুলিশকেও আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি।’
নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবীর বলেন, ‘সন্ধ্যার দিকে থানায় এসে উনি জিডি করে গেছেন। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’
এর আগে বিভিন্ন সময় বিশ্ববিদ্যালয় উপাচার্যসহ অন্তত ৪০ জন শিক্ষককে হুমকি দেওয়া হয়েছে। সর্বশেষ গত ২ মে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ রাজশাহীর ১০ বিশিষ্টজনকে হত্যার হুমকি দিয়ে নাটোর প্রেসক্লাবে চিঠি পাঠায় ইসলামি লিবারেশন ফ্রন্ট (আইএলএফ) নামের একটি সংগঠন।
মন্তব্য চালু নেই