আবারও যশোর কারাগারে বোমা নিক্ষেপ

যশোর কেন্দ্রীয় কারাগার কম্পাউন্ডে বোমা হামলার ঘটনা ঘটেছে।

রোববার রাতে কারাগারের পশ্চিম পাশের রাস্তা থেকে দুর্বৃত্তরা একটি বোমা ছুড়ে মারে। বোমাটি বিস্ফোরিত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

যশোর কারাগারের তত্ত্বাবধায়ক শাজাহান আহমেদ বোমা হামলার কথা নিশ্চিত করেছেন।

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াস হোসেন বলেন, ‘কারা কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে আমি ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিস্ফোরিত বোমার আলামত সংগ্রহ করার চেষ্টা করছি। কিন্তু ঘটনাস্থলে বোমা বিস্ফোরণের কোনো আলামত পাওয়া যায়নি।’

প্রসঙ্গত, গত বছরের ১ সেপ্টেম্বর রাতে একই স্থানে বোমা ছুড়ে মেরেছিল দুর্বৃত্তরা। এর আগে ওই বছরের আগস্ট মাসের শেষ সপ্তাহে প্রধান ফটকসংলগ্ন একটি দোকানে বোমা হামলার ঘটনা ঘটে।



মন্তব্য চালু নেই