আবারও বিয়ে করছেন তাহসান

শিরোনামটা দেখে চমকে গেলেন? চমকে যাওয়াটাই স্বাভাবিক। কেননা জনপ্রিয় গায়ক তাহসানের তো বিয়ে হয়েছে জনপ্রিয় অভিনেত্রী মিথিলার সাথে। তাহলে? হঠাৎ আবার বিয়ে কেন? না, এ কথা আমরা বলছি না। তাহসান নিজেই ফেসবুকে ঘোষণা দিয়েছেন এই বিয়ের!
কাহিনী হচ্ছে, ১৯ সেপ্টেম্বর রাতে তাহসান নিজের ফেসবুকে পোষ্ট করেন একটি মজার ছবি। (প্রচ্ছদে দেখুন) সেই ছবিতে দেখা যায় ছিমছাম বর ও কনের সাজে তাহসান ও মিথিলাকে। এবং সাথে ক্যাপশন লেখেন- “আবার বিয়ে? চোখ রাখুন এন টিভির পর্দায়! ” বোঝাই যাচ্ছে যে আগামী কোন নাটক বা অনুষ্ঠান নিয়ে এই রহস্যটুকুন করছেন তিনি আর সেই কারণেই তাঁদের এই বেশভূষা। এবার দেখাই যাক, নতুন কি চমক নিয়ে আসেন তাহসান-মিথিলা দম্পতি।



মন্তব্য চালু নেই