আবারও বিপিএল মাতাবে পাকিস্তানের ক্রিকেটাররা

২০১২ সালের ফেব্রুয়ারিতে বসেছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম আসর। সেবার পাকিস্তানের ২১ জন ক্রিকেটার অংশ নিয়েছিলেন বাংলাদেশের ঘরোয়া এই টি-টোয়েন্টি টুর্নামেন্টে।

তবে ২০১২ সালেই নিরাপত্তার কারণে দুবার পাকিস্তান সফর বাতিল করে বাংলাদেশ। যে কারণে ২০১৩ সালের জানুয়ারি-ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত বিপিএলের দ্বিতীয় আসরে পাকিস্তানের ক্রিকেটারদের না পাঠানোর সিদ্ধান্ত নেয় দেশটির ক্রিকেট বোর্ড। ফলে বিপিএলের দ্বিতীয় আসরে খেলা হয়নি কোনো পাকিস্তানি ক্রিকেটারের।

দ্বিতীয় আসরে ম্যাচ পাতানো কেলেঙ্কারিতে অবশ্য বন্ধ হয়ে যায় বিপিএল। তবে আবারও আলোর মুখ দেখতে যাচ্ছে বাংলাদেশের ঘরোয়া এই টি-টোয়েন্টি টুর্নামেন্টটি। আগামী ডিসেম্বরে বসতে যাচ্ছে বিপিএলের তৃতীয় আসর।

এদিকে কিছুদিন আগে বাংলাদেশে এসে দ্বিপক্ষীয় সিরিজ খেলে গেছে পাকিস্তান। ২০১২ সালে বাংলাদেশ পাকিস্তান সফর বাতিল করায় কিছু টাকা ‘ক্ষতিপূরণ’ নিয়েই অবশ্য বাংলাদেশ সফরে আসে পাকিস্তান। ফলে দুই দেশের ক্রিকেট বোর্ডের সম্পর্কটাও এখন বেশ ভালো। তাই বিপিএলের তৃতীয় আসরে আবারও অংশ নিতে যাচ্ছেন পাকিস্তানের ক্রিকেটাররা। সদ্য শেষ হওয়া বাংলাদেশ-পাকিস্তান সিরিজ চলাকালীন সময়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান শাহরিয়ার খান বিষয়টি নিশ্চিত করেন।

২০১২ সালে বিপিএলের প্রথম আসরে খেলেছিলেন শহীদ আফ্রিদি, ইমরান নাজির, সাঈদ আজমল, শোয়েব মালিক, আহমেদ শেহজাদসহ মোট ২১ ক্রিকেটার। এবারও দেখা যাবে আফ্রিদি, শেহজাদদের।



মন্তব্য চালু নেই