আবারও বিপিএল মাঠ মাতাবেন আমব্রিন
মডেল ও অভিনেত্রী আমব্রিনকে এখন সবাই ক্রিকেট উপস্থাপিকা হিসেবেই চেনেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) তৃতীয় আসরে সাবলীল উপস্থাপনার জন্য আন্তর্জাতিক একটি জনপ্রিয় ওয়েবসাইটের জরিপে বিশ্বের সেরা পাঁচ মহিলা ক্রিকেট উপস্থাপিকার একজনও হয়েছেন তিনি।
শোবিজের এই মডেল-অভিনেত্রী এবারও বিপিএল আসরের মাঠ মাতাবেন। বাংলাদেশি এই উপস্থাপিকার সঙ্গে থাকবেন কলকাতার অভিনেত্রী শিনা চৌহান। এরই ধারাবাহিকতায় দ্বিতীয়বারের মত বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল)-এর চতুর্থ আসরে উপস্থাপনা করছেন তিনি।
এ উপলক্ষে আমব্রিন বললেন, দেশের এমন বড় একটা আয়োজনে সঙ্গে থাকতে পেরে ভালো লাগছে। ব্যক্তিগতভাবে আমি নিজেও ক্রিকেট খেলা খুব পছন্দ করি। আর মাঠ থেকে সবশেষ তথ্য দর্শকদের সামনে তুলে ধরা নিয়ে খুব এক্সাইটেড।
উল্লেখ্য, এর আগে বিপিএল’র তৃতীয় আসর উপস্থাপনা করে ব্যাপক আলোচনায় আসেন হালের এ ক্রেজ। পুরো আয়োজনটি সরাসরি দেখাবে চ্যানেল নাইন। এ তারকার অভিনীত ‘নীড় খোঁজে গাঙচিল’ ও ‘আয়নাঘর’ ধারাবাহিক দু’টো প্রচার হচ্ছে।
মন্তব্য চালু নেই