আবারও বিতর্কিত মন্তব্য রাখির
বলিউডে ড্রামা কুইন এবং ঠোঁট কাটা স্বভাবের হিসেবে পরিচিত রাখি সাওয়ান্ত। নানা ধরনের নাটকীয় ঘটনা সৃষ্টি এবং কাউকে ছেড়ে কথা বলেন না বলে, বিশেষ এই পরিচিতি পেয়েছে তিনি। বরাবরের মতো আবারও বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে এসেছে বলিউডের এই মির্চি গার্ল।
বলিউডে সম্প্রতি হিট অ্যান্ড রান মামলায় সালমান খান দোষী সাব্যস্ত হওয়ার পর অনেকেই সালমানের সমর্থনে কথা বলেছেন। সেই তালিকায় সর্বশেষ রাখি সাওয়ান্ত।
বিতর্কিত মন্তব্যের জন্যই পরিচিত রাখি এবার সালমানের সমর্থনে কথা বলতে গিয়ে ফের বিতর্ক সৃষ্টি করেছেন। আর যা বললেন, তাতে সঞ্জয় দত্ত সহ আরো অনেকেই চটতে পারেন রাখির ওপর।
একটি অনুষ্ঠানে সালমান খানের সাজা ঘোষণা নিয়ে এক সাংবাদিকের প্রশ্নে রাখি বলেন, ‘সালমান খান অন্তত কোনো বোমা বিস্ফোরণ বা বিমান ধ্বংসের ঘটনা ঘটাননি।’ রাখির কথায়, ‘সালমান খান জনপ্রিয় তারকা বলেই তাকে এভাবে সামনে আনা হচ্ছে। কিছু মানুষ তার থেকে টাকা হাতাতে চায় বলেই এই ঘটনা ঘটাচ্ছে।’
রাখি বলেন, সালমানের গাড়ির চালকই দোষী, সালমান নন। তিনি বলেন, ‘আমার মনে হয় ওরা সালমানকে ব্যবহার করছে। ও নির্দোষ। এটা সম্পূর্ণ গাড়ির চালকের দোষ। আর তাই চালকেরই সাজা পাওয়া উচিত।’
বিতর্ক রানি রাখি এটাও বলেন যে, ‘যদি সালমানের জন্য কোনো বিমান দুর্ঘটনা ঘটতো, বা বাড়ি ভেঙে পড়তো বা বোমা বিস্ফোরণের জন্য দায়ী হতেন সালমান তাহলে আমরা বিচারব্যবস্থাকে সমর্থন করতাম। কিন্তু সালমান কাউকে খুন করেননি, সালমানের গাড়িক চালক করেছে।’
বোমা বিস্ফোরণের প্রসঙ্গ টেনে তবে কী রাখি ১৯৯৩ সালে বম্বে বোমা বিস্ফোরণে দোষী সাব্যস্ত সঞ্জয় দত্তকে খোঁচা দিলেন? এ প্রশ্নও অনেকের মনে উঠেছে। সঞ্জয় দত্ত বর্তমান জেলে দণ্ড ভোগ করছেন। অন্যদিকে হিট অ্যান্ড রান মামলায় জামিনে রয়েছেন সালমান।
মন্তব্য চালু নেই