আবারও বিজ্ঞাপনে অপু

আবার বিজ্ঞাপনচিত্রে অভিনয় করছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। একটি ফ্রিজের বিজ্ঞাপনে কাজ করার জন্য সম্প্রতি তিনি চুক্তিবদ্ধ হয়েছেন। ৭ আগস্ট বিজ্ঞাপনটির শুটিং করবেন তিনি। বিজ্ঞাপনটি পরিচালনা করছেন সেলিম রেজা। বিজ্ঞাপনে একক মডেল হিসেবেই দেখা যাবে অপুকে।

নতুন বিজ্ঞাপনে কাজ করা প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, ভিন্ন একটি ভাবনা নিয়ে এটি নির্মাণ হচ্ছে। স্ক্রিপ্ট পছন্দ হওয়ায় কাজ করছি। কোথায় শুটিং হবে তা এখনও বলতে পারছি না। নির্মাতা লোকেশন দেখছেন। এফডিসিতেও হতে পারে। আশা করছি ঈদের ছবির সফলতার পর দর্শকরা আমাকে ভিন্ন আমেজে দেখতে পাবেন।

নির্মাতা বলেন, আমার ভাবনার সঙ্গে অপু বিশ্বাসকে মানাবে। তাই তাকে কাস্ট করেছি। কিছুদিনের মধ্যেই বিজ্ঞাপনটি দেশের বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার হবে। প্রসঙ্গত, অপু বিশ্বাস এর আগে একটি প্রসাধনী পণ্যের বিজ্ঞাপনে মডেল হয়েছিলেন। বিস্কুটের বিজ্ঞাপন চিত্রে মডেল হিসেবেও তাকে দেখা গেছে।



মন্তব্য চালু নেই