আবারও বাবা হচ্ছেন মেসি !
বার্সেলোনা এবং আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি ফের সন্তানের বাবা হতে যাচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা একটি ছবিতে তার স্ত্রীকে গর্ভবতী অবস্থায় দেখা গেছে এবং মায়ের পেটে চুমু আঁকছেন থিয়াগো মেসি। অবশ্য এই ছবি মেসি নিজেই ইন্সটাগ্রাম পোস্ট করেছেন। সেখানে তিনি বলেন, ‘একটি শিশুর জন্য অপেক্ষা, আমরা তোমাকে ভালোবাসি।’
২০১২ সালে ছেলে সন্তানের (থিয়াগো) বাবা হন মেসি। থিয়াগোর পর তার দ্বিতীয় সন্তান হতে যাচ্ছে। আর্জেন্টিনার সংবাদ মাধ্যম ‘ক্ল্যারিন’ মেসির দ্বিতীয় সন্তানের খবর নিশ্চিত করেছে।
ক্ল্যারিনের খবরে বলা হয়েছে, ‘তাদের ইতিমধ্যেই একটি ছেলে আছে এবং আরেকটির জন্যও ইতিমধ্যে নাম ঠিক করে ফেলেছেন ‘বেনজেমিন’। লিওর দ্বিতীয় ছেলের জন্য নাম ঠিক করেছেন তার বন্ধু এবং জাতীয় দলের স্বতীর্থ সার্জিও আগুয়েরো।
মন্তব্য চালু নেই