আবারও নিষিদ্ধ হলেন বালোতেল্লি
আবারও নিষিদ্ধ হলেন সদা বিতর্কিত মারিও বালোতেল্লি। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কিত ছবি পোস্ট দেয়ায় ইংল্যান্ডের ফুটবল সংস্থা তাকে এক ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে। পাশাপাশি, তাকে ২৫ হাজার পাউন্ড জরিমানাও করা হয়েছে।
এই নিষেধাজ্ঞার ফলে রোববার আর্সেনালের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারবেন না তিনি। অবশ্য নিষেধাজ্ঞা ও জরিমানা মেনে নিয়েছেন ইতালিয়ান তারকা।
এ বিষয়ে বালোতেল্লি তার ফেসবুক পেইজে লেখেন, ‘এফএ-এর সিদ্ধান্ত এটাই পরিস্কার করে যে আমার পোস্টটি সঠিক ছিল না। আমি আসলে দুঃখিত। আমার কারণে আমার সতীর্থ, সমর্থক ও লিভারপুুলকে কষ্ট পেতে হয়েছে। বিষয়টি নিয়ে আমি অনুতপ্ত। আমি এফএ-এর দেয়া শাস্তি মেনে নিয়েছি এবং এমনটি ভবিষ্যতে আর না করারও প্রতিশ্রুতি দিচ্ছি।’
নিজের ইনস্টাগ্রামে ‘সুপার মারিও’ গেমসের চরিত্রের একটি ছবি দিয়ে তাতে লিখেছিলেন, ‘মারিওর মতো হও, বর্ণবাদী হয়ো না। জাপানের লোকদের তৈরি ইতালির কল মিস্ত্রি সে; সে কথা বলে ইংরেজিতে এবং দেখতে মেক্সিকানদের মতো। …কালো মানুষের মতো লাফায় এবং ইহুদিদের মতো পয়সা আঁকড়ে ধরে।’
ছবি ও এমন মন্তব্যের জন্য ফেঁসে গেলেন তিনি। এর জেরে নিষেধাজ্ঞার পাশাপাশি গুণছেন জরিমানাও।
মন্তব্য চালু নেই