আবারও নগ্ন হতে চাননি এমিলিয়া

বহুল আলোচিত সিনেমা ‘ফিফটি শেডস অব গ্রে’র জন্য হলিউড অভিনেত্রী এমিলিয়া ক্লার্ককেই প্রথমে প্রস্তাব দেয়া হয়েছিল। তবে অনেকেই হয়তো জানেন না ‘গেম অব থ্রনস’ খ্যাত এই অভিনেত্রী ‘ফিফটি শেডস অব গ্রে’ সিনেমায় নগ্ন হতে হবে জেনে সিনেমাটি ফিরিয়ে দিয়েছিলেন।

এমন নয় এমিলিয়া ক্লার্ক এর আগে নগ্ন দৃশ্যে অভিনয় করেননি। ‘গেম অব থ্রনস’এও তার নগ্ন দৃশ্য ছিল। তবে তিনি যৌনকেন্দ্রিক চরিত্রে নিজেকে বেঁধে ফেলতে চাননি, তাই তার এই সিনেমা ফিরিয়ে দেয়া।

এ ব্যাপারে এমিলিয়া বলেন, নির্মাতা স্যাম টেইলর-জনসনের সঙ্গে তার কাজ করার অনেক দিনের ইচ্ছা, কিন্তু ‘ফিফটি শেডস অব গ্রে’ সিনেমাটিতে অনেক বেশি মাত্রায় নগ্নতা ছিল। আর এমিলিয়া মনে করছেন যৌনকেন্দ্রিক চরিত্রে অভিনয় করলে পরে তা থেকে তার বের হয়ে আসা কঠিন হয়ে পড়বে।

২৮ বছর বয়সী এই অভিনেত্রী ‘টার্মিনেটর জেনেসিস’ সিনেমার শুটিং শেষ করেই ‘মি বিফোর ইউ’ সিনেমার কাজ খুব শীঘ্রই শুরু করতে যাচ্ছেন।



মন্তব্য চালু নেই