আবারও জুটিবদ্ধ হচ্ছেন সাইফ-কারিনা

বলিউড তারকা জুটি সাইফ আলী খান ও কারিনা কাপুরের পর্দার ও পর্দার বাইরের রসায়ন দর্শক দারুণ উপভোগ করেন। আর ভক্তদের জন্য তারা আবারও পর্দায় জুটি বেঁধে হাজির হচ্ছেন। অবশেষে সাইফিনার আরো একটি সিনেমা দর্শকের দেখার সুযোগ হতে যাচ্ছে।

জানা যায়, এই তারকা দম্পতি বিক্রমাদিত্য মোতয়ানির পরের সিনেমায় জুটি বাঁধছেন। এর আগে এই দম্পতি ‘লক কার্গিল’, ‘তাশান’, ‘কুরবান’ও ‘এজেন্ট বিনোদ’ এ একসঙ্গে অভিনয় করেছিলেন। নতুন এই সিনেমাটি নাকি ডকুমেন্টারি ও ফিকশন ঘরানার সিনেমা।

সিনেমার নির্মাতা অবশ্য এখনো বিষয়টি পাকাপাকি করেননি। সাইফের সঙ্গে বসে তবেই তারা চুক্তিটি পাকা করবেন। আর বিশাল ভারদ্বাজের সিনেমা ‘রাঙ্গুন’এর কাজ শেষ হলেই সাইফ এই সিনেমার কাজ শুরু করবেন।



মন্তব্য চালু নেই