আবারও চলন্ত গাড়িতে নারীকে গণধর্ষণ!

২৩ বছর বয়সী এক নারীকে অপহরণ ও চলন্ত গাড়িতে গণধর্ষণের অভিযোগ উঠেছে। গত শনিবার সকালের দিকে চলন্ত প্রাইভেটকারে তিন ব্যক্তি এ অপকর্ম করেন। ভারতের রাজধানী দিল্লিতে এ খবর দিয়েছে এনডিটিভি।

এক অভিযোগ পত্রে ওই নারী লিখেছেন, নিজামুদ্দিন এলাকার একটি খাবার দোকানে গেলে ওই তিন অভিযুক্ত তার কাছে এসে তাদের গাড়িতে উঠতে বলে।

ওই নারী রাজি না হলে, তাকে গাড়ির ভেতর জোর করে ঢুকিয়ে চলে যায়। ওই নারী অভিযোগ করেন, এ সময় ওই তিন ব্যক্তি তাকে নিগৃহীত করার চেষ্টা করলে তিনি বাধা দেন। বাধা পেয়ে ওই তিন ব্যক্তি তাকে গণধর্ষণ করে। প্রায় দুই ঘণ্টা পর, অভিযুক্তরা তাকে দিল্লি পুলিশ সদর দপ্তর থেকে কিছুটা দূরের সানলাইট কলোনির উড়াল সেতুর পাশে নামিয়ে দেয়।

এ ঘটনায় একটি অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। এক পুলিশ কর্মকর্তা জানান, সবদিক বিবেচনা করে মামলাটি তদন্ত করা হচ্ছে। অভিযুক্ত তিন জনের মধ্যে দুই জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।



মন্তব্য চালু নেই