আবারও কার প্রেমে কাজল!

এই সময় এসে আবার নতুন করে প্রেমে পরলেন কাজল। কথাটা শুনে একটু অবাক হওয়ারই কথা। তবে এই অভিনেত্রী যার প্রেমে পরেছেন তিনি আর কেউ নন, স্বয়ং তার স্বামী অজয় দেবগণ।

ভালোবেসে বিয়ে করেছেন তারা। সংসার জীবনের ১৭ বছর পার করেছেন। কিন্তু তাদের ভালোবাসা যেন আজও সেই আগের মতোই রয়েছে। তাইতো প্রতি সময়ই যেন নতুন করে অজয়ের প্রেমে পরেন এই অভিনেত্রী। আর তারই এক নমুনা দেখা গেলো কদিন আগে।

বুলগেরিয়ায় ‘শিভায়’ ছবির শুটিংয়ে ব্যস্ত অজয়। মুম্বাইতে বসে স্বামীকে মিস করছিলেন কাজল। তাই আর অপেক্ষা না করে সোজা বুলগেরিয়া পৌঁছালেন তিনি। দিনভর শুটিংয়ের পর একান্তে কিছুটি সময় কাটালেন দুজনে। গল্প, আড্ডা, জমাটি ডিনারে কিছুটা সময় কাটালেন তারা। ভালোবাসার এই সময়টুকুকে ফ্রেমবন্দী করে সেই ছবি ইনস্টাগ্রামে শেয়ারও করেছেন এই তারকা দম্পতি।



মন্তব্য চালু নেই