আবারও একসাথে রণবীর-ক্যাটরিনা!
ব্রেক-আপের পর অবশেষে আবার কাছাকাছি চলে এসেছেন রণবীর-ক্যাটরিনা। তবে তা বাস্তব জীবনে নয়, অভিনয়ের জীবনে।
ক্যাটরিনা ও রণবীর তাদের পরবর্তী সিনেমা জাজ্ঞা জাসুসের শুটিং নিয়ে ব্যস্ত। কিন্তু তারা একে-অপরকে বাদ দিয়ে শুটিং করতে ব্যস্ত ছিলেন। নিজেদের একসাথে যে চিত্রনাট্য ছিল সেই শুটিং তারা দুজনে বাদ দিয়ে চলছিলেন। অবশেষে রণবীরের বন্ধু আয়ান মুখার্জি সবকিছু সামলে নিয়েছেন। তিনি তাদের দুইজনকে বুঝিয়ে শুনিয়ে অভিনয় করার জন্য রাজি করিয়েছেন।
সাবেক এই প্রেমিক-যুগলের একসাথে সেটে বসার চিত্র এখন ইন্টারনেটে ভাইরাল। ব্রেক-আপের পর এই প্রথম তারা সামনাসামনি এসেছেন। এতোদিন ধরে তারা একে-অপরের সাথে শুটিং না করার জন্য বিভিন্ন বাহানা করে আসছিলেন। কিন্তু অবশেষে তারা একত্রে শুটিং করার জন্য রাজি হয়েছেন। আগামী ১৫ দিন তারা একত্রে শুটিং করবে। তিন-চারদিন পর শুটিংয়ের জন্য তারা মরক্কোতে যাবেন।
এই যাত্রায় নিজেদের সম্পর্কের বরফ গলে তারা আবার একত্রে আসবেন বলে এই যুগলের ভক্তরা আশাবাদী।–সুত্র: ইন্ডিয়া টিভি নিউজ।
মন্তব্য চালু নেই