আবারও একসাথে বড়পর্দায় শাহরুখ-ক্যাটরিনা
‘জাব তাক হ্যাঁ যান’ সিনেমার পর আবারও জুটি বাঁধতে চলেছে শাহরুখ-ক্যাটরিনা। আনন্দ লাল রায়য়ের পরবর্তী সিনেমায় তারা জুটি বেঁধে আবারও কাজ করতে চলেছেন।
শোনা যাচ্ছিল, এই সিনেমায় শাহরুখের বিপরীতে অভিনয় করবে কারিনা কাপুর খান। এখন দ্বিতীয় নায়িকা হিসেবে অন্য কাউকে খোঁজা হচ্ছে। কিন্তু এখন নতুন করে খবর শোনা যাচ্ছে, কারিনার বদলে ক্যাটরিনাকে নেয়া হয়েছে এই সিনেমায়।
এই সিনেমায় নায়িক হিসেবে ক্রিতি স্যানন, পারিণিতি চোপড়া, আনুশকা শেট্টি এবং আরও কিছু নায়িকাকে বাছাই করা হয়েছিল। কিন্তু শেষমেশ বুঝি ক্যাটরিনার কাছে যেয়ে এই খোঁজ শেষ হল।
এই সিনেমায় শাহরুখকে বামন চরিত্রে দেখা যাবে। এখন ক্যাটরিনা কিভাবে শাহরুখের উচ্চতার সাথে পাল্লা দিয়ে রোমান্স করবে তা দেখার পালা।–সুত্র: বিজনেস অফ সিনেমা।
মন্তব্য চালু নেই