আবারও আরিয়ান-নভ্যার ছবি ভাইরাল

এমনিতেই গুজব ছড়িয়েছে, দুজনের মধ্যে একটা বিশেষ সম্পর্ক তৈরি হচ্ছে একটু একটু করে। প্রায়ই দুজনের একসঙ্গে ছবি দেখতে পাওয়া যায়। তারা অমিতাভ বচ্চনের নাতনি নভ্যা নভেলি নন্দা এবং শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খান। আবারও বিতর্কের শিরোনামে বলিউড সেলিব্রেটিদের আগামী প্রজন্ম।

সম্প্রতি আরিয়ান আর নভ্যার একটা ছবি পোস্ট করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ছবিটা তোলা হয়েছে স্কুলের শেষ দিনে লন্ডনের সেভেন ওকস স্কুলে। এই দিনটায় যে সিনিয়র স্টুডেন্টরা স্কুল ছেড়ে যায়, তারা নিজেরা উৎসব উদযাপন করেন। তেমনই নভ্যা এবং আরিয়ানও সেই সূত্রেই সেলফি তোলেন। সেটিই ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। সেখান থেকেই আবারও আলোচনায় নভ্যা-আরিয়ানের সম্পর্কের বিতর্ক।



মন্তব্য চালু নেই