আবর্জনার স্তূপে মিলল বস্তাভর্তি টাকা, টাকা নিয়ে হুড়োহুড়ি
ভারতের গল্ফগ্রিনের গল্ফ ক্লাব রোডের জঞ্জাল থেকে দু’বস্তা ছেঁড়া ৫০০ ও হাজার টাকার নোট উদ্ধার করেছে দেশটির পুলিশ। এ ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় মানুষদের দাবি, সকালে জঞ্জালের মধ্যে দুটি বস্তা পড়ে থাকতে দেখা যায়। তার মধ্যে ছিল নোটের ছেঁড়া টুকরো। খবর যায় পুলিশে। পুলিশ এসে নোটের নমুনা সংগ্রহ করে। এদিকে ছেঁড়া টাকা সংগ্রহ করতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে পড়ে যায় হুড়োহুড়ি।
প্রত্যক্ষদর্শীদের দাবি, বস্তা থেকে উদ্ধার সমস্ত নোটই আসল। আপাতত পুলিশ সেগুলো উদ্ধার করে নিয়ে গিয়ে পরীক্ষা করে দেখছে। স্থানীয়রা যেসব নোট সংগ্রহ করেছেন সেগুলোও পরীক্ষা করে দেখছে পুলিশ। -এবিপি আনন্দ।
মন্তব্য চালু নেই