আবারও কিশোরকে মারধরের ভিডিও নিয়ে ফেসবুকে তোলপাড় (ভিডিও)
রাজধানীর ধানমন্ডি লেকে কিশোর নুরুল্লার পর এবার ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটে এক কিশোরকে মারধরের ভিডিও প্রকাশের পর সামাজিক মাধ্যম ফেসবুকে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে।
মেহেদীর নেতৃত্বে কয়েকজন ছাত্র শামিম নামে এক ছাত্রকে মারধরের ঘটনার ভিডিও লিজা আখতার নামে একটি একাউন্ট থেকে ইউটিউবে আপলোড করা হয়।
এরপর থেকে ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে এই ভিডিও। ভিডিওতে দেখা গেছে, ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র মেহেদী, লিটন, দুর্জয়সহ কয়েকজন পলিটেকনিক ইস্টটিউটের ছাত্র শামিমকে বেধড়ক মারধর করতে থাকে। পাঁচ মিনিট ২৯ সেকেন্ডের এই ভিডিওতে মারধরের পাশাপাশি দম্ভোক্তি প্রকাশ পেয়েছে।
পুরো ভিডিওটি ধারণ করা হয়েছে, ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের একটি ক্লাস রুমে। ও ছাত্ররা বারবার লাফিয়ে লাফিয়ে লাথি ও লাঠি দিয়ে মারপিট করতে থাকে শামিম নামের ছেলেটিকে। কি কারণে শামিমকে পিটিয়েছে তা জানা যায়নি।
শামিম বার বার মেহেদীদের বলে ‘ও ভাই পায়ে ধরি, ও ভাই পায়ে ধরি আমাকে মারিস না। কিন্তু মেহেদী তার কথা শুনে নেশাগ্রস্থের মতো একের পর এক লাথি, চড় থাপ্পড় মারতে থাকে।
এ ব্যাপারে ঠাকুরগাঁও পুলিশ সুপার (এসপি) ফারহাদ আহম্মেদ জানান, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
ভিডিও:
https://youtu.be/y_yXWo81PqM
মন্তব্য চালু নেই