আফ্রিদিসহ পাকিস্তানের ৮ ক্রিকেটারকে জরিমানা

রাতে দেরি করে হোটেলে ফেরায় শহীদ আফ্রিদিসহ পাকিস্তানের ৮ ক্রিকেটারকে জরিমানা করেছে টিম ম্যানেজমেন্ট।

বৃহস্পতিবার পাকিস্তান দলের একটি সূত্র সংবাদ সংস্থা এএফপিকে বলেন, ‘রবিবার সিডনি হোটেলে রাতে দেরি করে ফেরায় সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি ও ওপেনার আহমেদ শেহজাদসহ ৮ ক্রিকেটারকে ২৩০ ডলার করে জরিমানা করা হয়েছে।’

সূত্র আরো বলেন, ‘ওই খেলোয়াড়রা বন্ধুদের সঙ্গে নৈশভোজে গিয়েছিলেন। তবে তারা সেখান থেকে ৪৫ মিনিট দেরি করে হোটেলে ফেরেন।’

নিয়ম ভাঙায় ওই খেলোয়াড়রা অবশ্য ক্ষমা চেয়েছেন। তবে টিম ম্যানেজার নাভিদ চিমা নাকি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আবার নিয়ম ভাঙলে কঠোর ব্যবস্থা নেবেন তারা!

উল্লেখ্য, বিশ্বকাপে রবিবার চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে পাকিস্তান।

তথ্যসূত্র : এনডিটিভি



মন্তব্য চালু নেই