আফ্রিদির সাথে শারীরিক সম্পর্ক ফাঁস হওয়ায় চটেছেন আরশি

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে শহীদ আফ্রিদির সঙ্গে শারীরিক সম্পর্কের কথা নিজেই স্বীকার করেছিলেন মডেল-অভিনেত্রী আরশি খান। আর সেটা ফলাও করে প্রচার করেছিল বিভিন্ন দেশের গণমাধ্যম।

arshi-khan3-55ef19ff2d223-646x416

তবে, সেই প্রচারেই সমস্যা দেখছেন আরশি। আর এতে তিনি এতোই ক্ষেপেছেন যে, রীতিমত এসব গণমাধ্যমের বিরুদ্ধে মামলা করার হুমকি দিয়েছেন তিনি। টুইটারে তিনি লিখেছেন, ‘আমি এর বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করবো।’

shahid-nadiya1_1441717419

জানিয়ে রাখা ভাল, সম্প্রতি শোনা গিয়েছিল দুবাইতে গোপনে ছুটি কাটাতে পাকিস্তানের অলরাউন্ডার আফ্রিদির সাথে দেখা গিয়েছিল আরশিকে। এই ব্যাপারে এই মডেল মুখ খুললেও আফ্রিদি মুখে কুলুপ এটে রেখেছেন।



মন্তব্য চালু নেই