আফ্রিদিকে এবার বিয়ের প্রস্তাব আরশির!

ভারতীয় মডেল কন্যা আরশি ও পাকিস্তানি তারকা ক্রিকেটার মোহাম্মদ আফ্রিদিকে নিয়ে চাঞ্চল্যকর খবর চাউর হয়েছে ভারতীয় গণমাধ্যমে। খবর রটেছে দুবাইতে আফ্রিদির সাথে হোটেলে অন্তরং সময় পার করেছেন আরশি।

এরপর থেকে আফ্রিদি ও আরশির সম্পর্ক নিয়ে বিভিন্ন মহলে নানা ধরনের গুঞ্জন চলছিলো। গত মঙ্গলবার আরশি একটি টুইট করে জানিয়েছিলেন আফ্রিদির সাথে তার শারীরিক সম্পর্ক ছিলো। এ ব্যাপারে তিনি জি নিউজকে বলেন, ‘শহিদ আফ্রিদিকে ভালাবাসি, আর শহিদও আমাকে ভালবাসে। লোকে আমাদের নিয়ে কথা বলছিল, সংবাদপত্রে খবর ছাপা হচ্ছিল। তাই আমি এই ব্যাপারে টুইট করেছি।’

এবার ভারতীয় গণ মাধ্যম জি নিউজকে দেওয়া সাক্ষাত্কারে আফ্রিদিকে সরাসরি বিয়ের প্রস্তাব দিলেন আরশি। তবে আফ্রিদির কাছ থেকে এখনো কোন প্রতিউত্তর পাওয়া যায়নি। এ প্রসঙ্গে আরশি বলেন, ‘টুইট করার পর থেকে ওর সঙ্গে কথাতো হয়নি, কিন্তু শাহিদও এটাই চায়…আর আমার টুইটের উত্তর এখনও আসেনি, এলে সবার আগে মিডিয়া জানতে পারবে।’

তিনি আরো যোগ করেন, ‘জি নিউজের মাধ্যমে আমি আফ্রিদিকে বিয়ের প্রস্তাব দিচ্ছি।’

সূত্রঃ জি নিউজ



মন্তব্য চালু নেই