আফসানা হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও ডিসি বরাবর স্মারকলিপি প্রদান

ফজলে আলম, ভোলা প্রতিনিধি : বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সদস্য মিরপুরের সাইক ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট টেকনোলজীর ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, স্থাপত্য কৌশলের শিক্ষার্থী আফসানা ফেরদৌস হত্যার দাবিতে সোমবার সকাল ১১টায় ভোলা প্রেসক্লাব এর সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষি করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সুজন দাসের সভাপতিত্ব বক্ত্যব রাখেন, জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক রিয়াজ হোসে, সহ সভাপতি আরিফ পন্ডিত, জাহিদ বকশি,ছাত্র নেতা কপিল প্রমুখ। বক্ত্যরা ময়না তদন্তের রিপোর্ট প্রত্যাখ্যান এবং পুনরায় নির্মোহ তদন্তের দাবি জানান। অবিলম্বে আফসানা ফেরদৌসের হত্যাকান্ডের সাথে জড়িত সন্দেহভাজন ছাত্রলীগ নেতা তেজগাও কলেজের সাংগঠনিক সম্পাদক রবিন সহ এবং তার সাথে জরিতদের গ্রেফতার করে ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

অন্যথায় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন তার সহযোদ্ধা হারানোর শোককে শক্তিতে পরিণত করে আগামী দিনে রক্ত দিয়ে হলেও আফসানা ফেরদৌসের হত্যাকারীকে গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে বাধ্য করবে রাষ্ট্রযন্ত্রকে।

পরে ভোলা ছাত্র ইউনিয়নের তিন সদস্যর একটি প্রতিনিধি দল জেলা প্রশাসক মোহাং সেলিম উদ্দিনের কাছে স্মারক লিপি পেশ করেন।



মন্তব্য চালু নেই