আপিল করবেন মেসি

কর ফাঁকির মামলায় ‘অবশ্যই কাঠগড়ায় দাঁড়াতে হবে’ মর্মে যে নির্দেশ দিয়েছেন আদালত, তার বিপক্ষে আপিল করবেন মেসি। শনিবার এ বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে মেসি নিজেই বলেন, ‘আদালতের নির্দেশের কপি হাতে পাওয়ার পর আইনজীবীদের পরামর্শে আমি আপিল করার সিদ্ধান্ত নিয়েছি।’
কর ফাঁকির মামলায় ‘অবশ্যই কাঠগড়ায় দাঁড়াতে হবে’ বলে শুক্রবার লিওনেল মেসিকে নির্দেশ দিয়েছিলেন বার্সেলোনার নিকটবর্তী গ্যাভার আদালত। যদিও আদালতের এই সিদ্ধান্তের বিপক্ষে আপিল করারও সুযোগ দেয়া হয় তাকে এবং এ জন্য সময় দেয়া হয় পাঁচ দিন।
২০০৬ থেকে ২০০৯ পর্যন্ত প্রায় ৪১ লাখ ইউরো কর ফাঁকির অভিযোগ আনা হয় মেসি এবং তার বাবা হোর্হে মেসির বিপক্ষে। যদিও বিশ্বকাপের পর মেসির আইনজীবীরা চেষ্টা করেছেন আদালতকে বোঝাতে যে, মেসি তার অর্থনৈতিক কর্মকাণ্ডের বিষয়ে কিছুই জানতেন না। যা করার সবই করেছেন তার বাবা এবং বাবার প্রতিষ্ঠান। এ কারণে তাকে আদালতে উপস্থিত হওয়া থেকে অব্যাহতি দেয়ার আবেদন করা হয়।
কিন্তু মেসির এই আবেদন খারিজ করে শুক্রবার আদালত নির্দেশ দেন, কর ফাঁকি সংক্রান্ত ব্যাপারে জড়িত না থাকলেও ব্যাপারটা মেসির অজানা ছিল না। সুতরাং তাকে আদালতের কাঠগড়ায় দাঁড়াতেই হবে। আদালতের এই সিদ্ধান্ত জানার পর এক বিবৃতিতে আর্জেন্টিনার অধিনায়ক বলেন, ‘আদালতের সিদ্ধান্ত জানার পর আমিও চাই এ বিষয়ে কাজ করতে। দুপুরে (শুক্রবার) গ্যাভা আদালতের সিদ্ধান্তের কপিটা হাতে পাওয়ার পরই আমার আইনজীবী এবং অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে বসেছি। তারা পরামর্শ দিয়েছেন, আদালতের এই সিদ্ধান্তের বিপক্ষে আপিল করার জন্য।’
তবে আপিল কবে করবেন সে ব্যাপারে কিছুই জানাননি মেসি।



মন্তব্য চালু নেই