আপনি যাকে ভালবাসেন ॥ সে কি আপনাকে ভালবাসে? জেনে নিন ২৫ টি প্রশ্নে!
মানুষটি কি আপনাকে সত্যিই ভালোবাসেন, কিংবা পারবেন তো তার সাথে গোটা জীবন কাটাতে? এমন প্রশ্ন সকলের মনেই জাগে কখনো না কখনো। যারা একটি প্রেমের সম্পর্কে আছেন, তাঁরা যেমন ভাবেন। তেমনই যারা বিয়ের সম্পর্কে আছেন, তাঁরাও ভাবেন। হ্যাঁ, ভালোবাসার কোন নির্দিষ্ট সংজ্ঞা নেই ঠিক। ভালোবাসা মাপার কোন যন্ত্রও নেই। কিন্তু তারপরও মানুষ জানতে চায় নিজের ভালোবাসার সরূপ।
রইলো ২৫ টি প্রশ্ন। এই প্রশ্নগুলোর মাঝে অধিকাংশ প্রশ্নের উত্তর যদি “হ্যাঁ” হয়, তাহলে জানবেন তিনি আপনি সঠিক মানুষটিকেই পেয়েছেন। কমপক্ষে ১৮ থেকে ২০ টি প্রশ্নের উত্তর ইতিবাচক হতে হবে। তাহলে আর দেরি কেন, নিজেকে করেই ফেলুন প্রশ্নগুলো।
১)আপনারা দুজনেই কি একসাথে সংসার গড়ার স্বপ্ন দেখেন?
২)ভবিষ্যৎ সংসার নিয়ে কি আপনাদের পরিকল্পনা একদম খাপে খাপে মিলে যায়?
৩) আপনাদের দুজনের পছন্দ-অপছন্দে কি অনেক বেশি মিল?
৪) আপনার দুজনের ফুড হ্যাবিট কি পরস্পরের সাথে মেলে?
৫) আপনার ভালোবাসা কি তার জীবনের সবচাইতে মূল্যবান সম্পদ?
৬) যত বড় অপরাধই করুন না কেন, তিনি কি সেটা মাফ করে দেন ক্ষমা চাইলে?
৭) আপনার সাথে ঝগড়া কিংবা খারাপ ব্যবহার করার পর তিনি কি আন্তরিক ভাবেই দুঃখ পান?
৮) তিনি কি আপনাকে কখনোই সন্দেহ করেন না? কোন কারণেই না? আপনার প্রতি কি তার অগাধ আস্থা?
৯) আপনার তুচ্ছ তুচ্ছ ভালো লাগাকেও কি তিনি অনেক মূল্য দেন?
১০) তিনি কি সর্বদা আপনার মান-সম্মান বজায় রাখার ব্যাপারে চিন্তা করেন?
১১) সম্পর্ক ও জীবনের ক্ষেত্রে সকল সিদ্ধান্ত কি আপনারা আলোচনা করে নেন?
১২) তার ভবিষ্যৎ পরিকল্পনায় সবচাইতে অধিক গুরুত্ব কি আপনার?
১৩) পরস্পরের সুখের জন্য আপনারা কি নিজেকে কষ্ট দিতে পারেন?
১৪) পরস্পরের পরিবার ও বন্ধুদেরকে ভালোবাসেন ও শ্রদ্ধা করেন?
১৫) পরস্পরের কোন দোষই কি আপনাদের দোষ মনে হয় না?
১৬) একসাথে জীবন কাটাবার জন্য আপনারা কি যে কোন বাঁধা পার হতে পারেন?
১৭) আপনারা কি পরস্পরের হাত ধরেই বুড়ো হতে চান?
১৮) কেউ কি কখনোই আপনাদের মাঝে ভুল বোঝাবুঝি তৈরি করতে পারে না?
১৯) সারা পৃথিবীর আগে আপনারা কি কেবল পরস্পরের কথাই বিশ্বাস করেন?
২০) ধরুন কোথাও খেতে গিয়েছেন, দুজনের পছন্দ হলো দুটি ভিন্ন খাবার। তখন কি আপনি তার পছন্দকেই গুরুত্ব দেন আর তিনি আপনার?
২১) আপনার একটা শখের জিনিস কিনে দেবার জন্য তিনি কি নিজের যে কোন প্রয়োজনকেই স্যাক্রিফাইস করতে পারেন? আর আপনিও কি তাই পারেন?
২২) আপনি কি চান যে তার আগে আপনার মৃত্যু হোক? আর তিনিও কি তাই চান?
২৩) আপনি যাই করেন না কেন, সবসময়েই কি তাঁকে পাশে পান?
২৪) প্রচণ্ড বিপদের সময়ে যখন সবাই আপনাকে ছেড়ে দিয়েছিল, তখনও তিনি ছিলেন পাশে।
২৫) আপনি মুখে না বললেও কি তিনি আপনার বোঝেন আর আপনি তার?
সূত্র- এলিট ডেইলি
মন্তব্য চালু নেই