আপনিই গাড়ি চালাচ্ছিলেন : সালমানকে বিচারক
বলিউড তারকা সালমান খানের গাড়ি চাপা দিয়ে মানুষ হত্যার মামলার রায় ঘোষণা হচ্ছে মুম্বাইয়ের আদালতে। বুধবার সকালে আদালতে হাজির হওয়া এ তারকাকে উদ্দেশ করে বিচারক বলেন, আপনিই সেদিন গাড়ি চালাচ্ছিলেন।
টাইমস অব ইন্ডিয়া জানায়, সকালে আদালতে হাজির হয়েছেন ‘দাবাং’ তারকা সালমান খান। তাকে এডিশনাল সেশনস জাজ ডি ডব্লিউ দেশপান্ডে বলেন, সে দিন আপনিই গাড়ি চালাচ্ছিলেন।
আলোচিত এ মামলার নাটকীয় মোড় নেয় এপ্রিল মাসে। সালমানের ড্রাইভার আশোক সিং আদালতে দাবি করেন— সালমান নয়, তিনিই গাড়ি চালাচ্ছিলেন।
এ দিকে দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ ১০ বছরের জেল হতে পারে সালমানের। ৩০৪-এর ২ ধারায় (অনিচ্ছাকৃত খুন) এ শাস্তির বিধান রয়েছে। ৩০৪-এর ক ধারায় গাফিলতিতে মৃত্যুর অভিযোগে জামিনযোগ্য অপরাধে আদালত থেকেই জামিন পেতে পারেন এ বলিউডের অভিনেতা। আবার ৩ বছর অথবা তার বেশি সাজা হলে আদালত থেকেই গ্রেফতার হতে পারেন।
মন্তব্য চালু নেই